ওই চোখের সমুদ্রে আমি আজো ডুব দেই
হারিয়ে যাই অতল সায়রে,
আরো গভীরে, সম্মুখে দেখি মনি মুক্তা-
আঁজলা ভরে নেই সব।
উঠে যেতে চাই- মন যে দেয় না,
বলে, 'থাকো কিছুক্ষন
চলুক নিবিড় আলাপন'
কথা হোক গভীরের গহীন অতলে।
ঢেউ উঠে, উত্তাল তরঙ্গ
জলোচ্ছ্বাসে স্ফীত হয় লোনা জল;
চাপ বাড়ে অক্সিজেনও ফুরিয়ে যায়  
দম বন্ধ হয়ে আসে-
সব ফেলে উঠে আসি 'পরে।
এই সমুদ্র অতলে রোজই ডুব দেই
তবু মানাতে পারি না পরিবেশ-
এখানে অভিযোজন এতটা সহজ নয়।


১২ জুন ২০২১
তেজগাঁও, ঢাকা-১২১৫।
(মুক্তক অক্ষরবৃত্ত)