আকাশে মেঘ জমে বৃষ্টি তো ঝরে না
খরতাপে বুক পুড়ে হয়ে যায় ছাই
বীথির ছায়া পড়ে না।


সবুজ ঘাসের বুকে ধূলো জমা পড়ে
চৈত্রের রোদে আকাশ হয় বেসামাল
মাঠের বুক সয় না।


ব্যথার বীণা বুকেতে অবেলায় বাজে
মধ্য দুপুরের খাঁ খাঁ- চোখে ঝাপসা লাগে
কাজেতে মন বসে না।


হৃদয় পুড়া উৎকট গন্ধ পাড়াময় ছড়ে
বলাবলি হয় কার পুড়েছে হৃদয়
তোমার নাকে আসে না?


০২ জুন ২০২১
তেজগাঁও ঢাকা- ১২১৫।
(অক্ষরবৃত্ত)