সেই যে কবে মনের ভুলে মন হারালাম সই
মন কী আর পথের ধুলো কুড়িয়ে নিলেই হয়?
পথের ধারে কত না ফুল অনাদরে থাকে ফোটে
সব ফুলেরই ভাগে গো আর ফুলের টব কি জুটে।


ঊষর ভূমে যতন করে ফুল ফুটালাম মনে
সেই ফুলেরই গন্ধে অলি নাইবা আসলো বনে।
না ফুটলাম ফুলদানিতে তোমার টেবিল কোণে
জনম ভরে ঘ্রাণ বিলাই তবুও সংগোপনে।


আমি না হয় মনের ভুলে মন হারালাম সই
তুমি আবার সেই সে ভুলে কখন হলে গো লয়।
কেনই এলে এ অবেলায় মনের গহন তলে
বাগান পুড়ে ছাই হলে কি আর শাখা ভরে ফুলে?


২১ মে ২০২১
তেজগাঁও, ঢাকা -১২১৫।
(মাত্রাবৃত্ত ৫+৫+৬+২)
(অক্ষরবৃত্ত ১০+৮)