এ হৃদয় তো বিরহের কোন নদী নয়
এতো যাতনা তবে কোথা থেকে আসে সই;
দেহের ঘরে দেয়া ডাকে ঘন মেঘে ছেয়ে
উর্মিমালা ভেঙে পড়ে দুই কূল নেয়ে
ভিতর চুরে অবিরাম হয়ে যাই ক্ষয়।


এ হৃদয় তো সুগভীর গিরিখাত নয়
এতো যাতনা তবে কোথা জমা রাখি সই;
ব্যথার শিলা জমে জমে হয়ে যায় স্তুপ
মূকের মতো দেখে যায় শুধু নিশ্চুপ
খুব সহজে মেনে নিতে হয় পরাজয়।


এ হৃদয় তো বড় কোনো প্রস্তর নয়
সব আঘাত মেনে নিয়ে টিকে রবে সই;
বিরহ জ্বালা ধিকিধিকি দাও তুমি যতো
রক্ত আর মাংশের দেহে সহে নাতো-
ভেবে পাইনা- কেন হলে এতো নির্দয়?


১৫ মার্চ, ২০২১
শেরে বাংলা নগর, ঢাকা -১২০৭।
(মাত্রাবৃত্ত ৫+৪+৪+২)