এখানকার বাতাস তোমার পরশ ভুলে গেছে,
এখন আর হাওয়ায় দোল খায়না তোমার শরীরের গন্ধ।
ভারী কাপড়ে নাসিকা বাঁধার পরেও
মাস্ক ডিয়ারের মৃগনাভির তীব্র সুঘ্রাণে
যেমনটা মাতাল হয় শিকারী,
একটা সময় আমি ছিলাম তেমনই।
এমনকি আমার অলক্ষ্যেও তুমি যেদিকেই যেতে
তার ঘ্রাণ আমি পেয়ে যেতাম অবলীলায়।
মুগ্ধতায় মোহগ্রস্ত হয়ে পিছু নিতাম তোমার।
মৃগনাভি শিকারীর সাথে আমার তফাৎ শুধু এইঃ
শিকারী শিকার হাতে পেলে
কতল করে কস্তুরি নিয়ে যায়,
আমি তা কল্পনাও করিনি।
আমি শুধু মুগ্ধতার জাল বুনতাম মদির ঘ্রাণেই।
ঘূনাক্ষরেও ভাবিনি কোনোদিন
অন্য শিকারীর ফাঁদে ধরা দিবে তুমি
এত সহজে নিজে থেকেই।


২৬ জুলাই ২০২১
পুটিয়া, নরসিংদী।
(মুক্তক অক্ষরবৃত্ত)