শহরে লক ডাউন চলে-
পেটেতো লক ডাউন চলে না।
ক্ষুধাতো লক ডাউন বুঝে না-
যদি পেটে লক ডাউন দেয়া যেতো
তবে পুরো শহর আপনিই লক ডাউন হতো।


টেবিল ভর্তি খাবার যাদের
ফ্রিজের আঁটেনা দরজা,
দু'মাসের বাজার অগ্রিম করেছে
ফলফ্রুট আরো কতো খরচা।
কথায় কথায় আইন ভাঙ্গে যারা
লক ডাউন আইনে সচেতন তারা।
প্রাণভয়ে শামুকের মতো নিজেকে
গুটিয়ে দিয়েছে সুখনিদ্রা।


এমনিতেই দু'বেলা দুমুঠো যোগান দিতে
যাদের হয় গলদঘর্ম,
তার ওপর করোনার ছোবলে কার্যত লক ডাউনে
হারিয়েছে সে কর্ম।
করোনায় মরবো না স্যার, ক্ষুধার জ্বালায় মরবো-
ক্ষুধাতো আইন বুঝে না, দারিদ্র্য বুঝে না,
বুঝে না জাতপাত ধর্ম।
_____________________
২৯ মার্চ, ২০২০
ডিসিসি, পশ্চিম নাখালপাড়া
তেজগাঁও, ঢাকা-১২১৫।