কালে কালে পলি-পললে
বিস্তীর্ণ দুই পাড়ে
অন্ন যোগালে।


অবারিত ভূমি
ধরলেযে তুমি-
মা'র রূপ মেলে
ফুল ও ফসলে।


গড়েছিলে তীর
মমতার নীর-
আদর ও স্নেহে,
তা-কেড়ে নিওনা।


ওগো মায়াবতী মেঘনা
আর তুমি সন্তানের
বসতি ভেঙোনা।


আজ কোন সে অপরাধে
সন্তান বসেযে কাঁধে
খবর নিলেনা।


কোন রোষানলে
তীর ভাঙে গলে,
ভিটেমাটি কেড়ে
ঠেলে দিলে দূরে।


অনাহারে ছেলে
এমন মা হলে!
আমারই ভূমি
ফিরিয়ে দাওনা।


ওগো মায়াবতী মেঘনা
আর তুমি সন্তানের
বসতি ভেঙোনা।


(মাত্রাবৃত্ত)
১৯ সেপ্টেম্ব, ২০২০
নাখালপাড়, তেজগাঁ,  ঢাকা-১২১৫।