আমি সুরহারা এক পাখি,  
আনমনে নিরজনে
বুনি ওগো অনুক্ষণে
ব্যথার মালা- সাজাই ঢালা;
ঝরা ফুলে মালা গাঁথি গাঁথি।


কতো নিশি হলো যে শেষ-ই
ভাবোদয় মনে বসি;
সময়তো চলে যায়
নিজেই নিজেকে দিয়ে ফাঁকি।


হায় আমি সেই নীড়হীনা
ছিঁড়িলো হৃদয়বীণা;
উঠেনা অতীতসুর
ব্যকুলিয়ে উঠে স্মৃতি ডাকি।


অবিরত ভাঙে দুটি তীর-
হৃদয় নদীর কূলে
লহরী উঠেযে দোলে;
সেযে হরদম উঠে হাকি।