তোমায় দেখার পরে আমার মন কাঁধে সদাই
সেই থেকে লীলুয়া বাতাস লাগিলো আমার গায়,
বুঝ মানেনা মন আমার আজ উল্টো বৈঠা বায়
প্রান্তরের ওই খোলা মাঠে মনটা কেন দৌড়ায়।


আজ কোন হরষে হৃদয় মাঝে লাগলো কোন দোলা
সকাল সাঁঝে সকল কাজে হলাম এতো আত্মভোলা,
কোন খুশিতে নাচেরে মন উৎসবেরই নাগরদোলা  
কার হাসিতে বাজলো বাঁশি এমনতরো দিলখোলা।


আজ বাহিরে না যেতে চায় মন ভিতরে না থাকে
সে দিনের বেলায় স্বপন দেখে রাত্রি জোছনাকে,
হাত বাড়িয়ে চাঁদকে ডাকে অমানিশার এ-রাতে
সেযে নিশিভর জেগে থেকে ঘুমায় ভোর বেলাতে।


সদা মনের কানে গোপন কথা চলে ফিসাফিস
আজ এদিক সেদিক হলে একটু হা-হাপিত্যেশ,
কোন আহ্লাদে পান করিলি নিঠুর প্রেমের বিষ
হায়! বুকের ভিতর অন্তর টিপুনি চলে অহর্নিশ।


(অক্ষরবৃত্ত ১০+৮)
০৯ জুলাই, ২০২০
দক্ষিণ খান, ঢাকা।