শুধু অনুভবে যাই শুধু বুঝে মুখে নেই ভাষা-
নেশা ভরা ওই চোখে কিযে মরুময় তৃষ্ণা।
শুধু নীরব চাহনি,
মুখ ছাড়া বাণী,
সেতো নয় নীরবতা,
সাগরসম গভীরতা-
প্রশস্তও ততো, হই হুল্লোড় ঢেউ অবিরত।
সেযে সতত উঠে হাকি পদ্মা মেঘনার মতো।


ঐ নয়নের দুটি তীর স্রোতের ধারা ধীর ধীর,
শাওন বরষায় কূল উপচে পড়ে আঁখি নীর।
আষাঢ়ে উঠে ফোলে,
লহরে হৃদয় দোলে,
শ্রাবণে শুধু জল,
ঝরে পড়ে অবিরল।
ঐ চোখের ভাষা যেন নীরব কথা কানে কানে-
হাসি রাগে অভিমানে আঁখি দুটি যাদু জানে।