বিষাক্ত নীল বেদনায় আমার সমস্ত শরীর
অচেতন হ‌য়ে আস‌বে
মে‌রে ফে‌লে‌ছি!মে‌রে ফে‌লে‌ছি! ব‌লে তু‌মি উন্মাদ খু‌শি‌তে
মাতাল হা‌সি হাস‌বে।


পূর্ণ হ‌বে মনস কামনা
পথের কাঁটা আর রবেনা
যার পা‌নে তা‌কি‌য়ে হা‌রি‌য়ে যেতাম অপাথির্ব মায়ার রা‌জ্যে,
যার বু‌কে স্বর্গের সুখ খুঁ‌জে বেড়াতাম সকাল সাঁঝে,
তার হ‌া‌তের নীল বিষে চ‌লে যা‌বো পরপা‌রে
এর চে‌য়ে সুন্দর মৃত্যু আর কি হ‌তে পা‌রে!


নাম নি‌তেই আত‌কে উ‌ঠি মৃত্যু এক ভয়ঙ্কর যন্ত্রনার নাম
‌ সেটা য‌দি হয় তোমার হা‌তে ত‌বে সখী তোমায় প্রণাম।
জন্মেছি যবে মৃত্যুতো হবে অতীত তার প্রমাণ
খাবার রূ‌পে বিষ পেয়ালা মু‌খে তু‌লে দাও ছে‌ড়ে যাই ধরাধাম।