তুমি যদি কথা দাও তোমাকে দেবো
আগুন রাঙ্গা শিমুলের ডাল, থোকায় থোকায় কৃষ্ণ চূড়া
গোধূলীর রক্তিম আভা।


তুমি যদি কথা দাও তোমাকে দেবো
শিশির ভেজা শুভ্র প্রভাত- অরুণ রঙ্গে রাঙ্গা;
সদ্য জাগ্রত পাখির কলকাকলি ক্ষণ।


তুমি যদি কথা দাও তোমাকে দেবো
গ্রীষ্মের ক্লান্ত দুপুরে শীতের হিমেল হাওয়া-
কুয়াশাচ্ছন্ন এক সকাল।


তুমি যদি কথা দাও তোমাকে দেবো
গোলাপের রক্তিম পরশ, বেলীর শুভ্র ছোঁয়া
রজনীগন্ধার মৌ মৌ চারপাশ।


তুমি যদি কথা দাও তোমাকে দেবো
সাদা মেঘ ভরা শরতের আকাশ, নদীর তীর ভরা কাশফুল
কলমিদামের সজীবতা।


তুমি যদি কথা দাও তোমাকে দেবো
গোধূলী লগন– পাখিদের নীড়ে ফেরা
অবসন্ন রাখালের প্রাণ জুড়ানো মৃদ্যুমন্দ মলয়।


তুমি যদি কথা দাও তোমাকে দেবো
দখিনের এলোমেলো হাওয়া, কোকিলের কুহুতানে
মুখরিত দিন- ফুলে ফুলে ছেঁয়ে যাওয়া।


তুমি যদি কথা দাও তোমাকে দেবো
মাঘের কনকনে শীতে গ্রীষ্মের উষ্ণতা,
চৈত্রের দাবদাহে শরতের শান্ত প্রভাত।


তুমি যদি কথা দাও তোমাকে দেবো
তারাভরা আকাশ, নিশাচরের নির্ঘুম রাত
বাদুরের ডানা ঝাপটানো শব্দ, জোনাকীর
ঝিলিমিলি আলো, ঝিঝি পোকার অপার্থিব সুর মূছর্ণা ।


তুমি যদি কথা দাও তোমাকে দেবো
একটি সুন্দর দিনের প্রত্যাশায় একটি নতুন সূর্য;    
বলো তুমি কি কথা দিবে?