এতোযে রূপ তোমার হেরিয়া চোখ উন্মাদ
করিব কী আমি?
সমীরণে উড়ে পাতা ঝরা দিবস
পিছে সব জীর্ণতা।


বসন্ত ফুলেতে উঠে মন ভরিয়া
পাখির কলতানে যায়যে দুলিয়া,
সরষে ফুলের নাচন লাগে আজ দিকবেদিক
সোনালু ফুল হেরে দুচোখ যেদিকে যায়।


বুকের ভিতর নদী আগুনের ঢেউ তুলে
অস্তিত্ব নড়েবড়ে আছড়ে পড়ে কূলে
অবোধের যা ছিল স্থাবর আর অস্থাবর-
ভাঙছে খেত-খামার, ভাঙছে বসত ভিটা।


আমারতো কিছু নেই
সবই নিয়ে গেছে কূলভাঙুরে উর্মি,
চোরাবালি দুচোখ,
সম্মোহনী হাসি, এলোমেলো কুন্তল;
ভূমিহীন এই আমি তোমার পানে চেয়ে-
দাওগো যদি ঠাই বাহু দুই বাড়ায়ে।


১ জানুয়ারি, ২০২১
তেজগাঁও, ঢাকা-১২১৫।
(স্বরবৃত্ত)