এ ডাল ধরে ও ডালেতে
যতই মারো ঝুল,
সব ডালের'ই একই কান্ড
একটাই যে তার মূল।


বাদর তুমি হুদায় নাচো
বোঝনা এক চুল।
পুরুষ কেনো মাগী সেজে
কানে পরো দুল।


কোথায় বসে খিস্তি মারো
কার পাতাটা ছেড়ো
ব্লেড ছাড়ায় অবশেষে
হলে তুমি নেড়ো।