তুমি কি জানো
কত সুন্দর তুমি?
মিষ্টি তোমার; মুখের হাসি
মিষ্টি একটা মেয়ে তুমি।

তোমার চক্ষু চাহনি
বুক বিদীর্ণ করে ভিতরে
এসে লাগে।
চোখের অতলে হারিয়ে
ফেলি নিজেকে।

এত কোমলভাবে তাকালে
কবি মন কি চুপ থাকতে পারে?
নরম হয়ে যায়!
ভীষণ আদর মাখতে মনে ধরে।
কপোলে ছুঁয়ে থাকা চুল
সরিয়ে দিয়ে আবেশ দিতে ইচ্ছে করে।

এভাবে তাকালেই তো
আমি শেষ হয়ে যাই।
তোমার কাঁপা ঠোটের অ-ব্যক্ত কথা
আমার মনে কথার ঝড় তোলে।
দেখো;
খুব সহশায় হরিয়ে যাবো
তোমার প্রেমের সাগর জলে।