অাসমান জোড়া র‌ঙ্গের বাহার
কেবল চাইয়া থাকি,
নিজের সাথে নিজেই খে‌লি
শুভঙ্করের ফাঁকি,
যেই ডাল ধরি সেটাই ভাঙ্গে
কোন সে কার‌ণে‌
কর্ম না‌কি কপালের দ্বন্দ্ব
ভাবায় সর্বক্ষ‌ণে


অাগুণ জ্বলে কলিজা পুড়ে
ধোয়া না যায় দেখা
কই রইল ‌মোর প্রাণবন্ধু
অামায় কইরা একা!!


দুঃ‌খের নদী বইয়া চলে
চো‌খের ভিতর দিয়া
স্বপ্ন ভেজা টিসু হয়‌লো
বু‌কে ব্যাথা নিয়া