মনের ময়না হৃদয় বনে
যদি না সে থাকে
কোথায় গিয়ে হন্যে হয়ে
খুজবো বলো তাকে।
ময়না আমার প্রাণের ময়না
কোথায় রইলি বল
তুই বিহনে প্রেমের কানন
হয়লোরে অচল।
ময়না অামার প্রাণ‌রে ময়না
কোথায় রই‌লি বল
তো‌রে ছাড়া বে‌চেঁ থাকা
হবে র‌ে বিফল।।


বাড়ীর পাসে পাঙ্গাসি নদী
জল শুকিয়ে যায়
কোথায় রইলো ময়না আমার
খবর না তার পায়
চোখ ভাঙ্গিয়া অশ্রু এখন
নামায় শ্রাবণ ঢল


সন্ধ্যা রাতে জোনাক পোকা
মিষ্টি আলো জ্বলে
কেমন করে ময়নাকে আজ
থাকি আমি ভুলে
এক এক করে কষ্ট শত
বুকের বাঁধে দল