জ্যৈষ্ঠের এ রকম এক আগুন ঝরা রোদের শেষে
সূর্য্যটা যখন মিলান হতে শুরু করেছে
ধূসর গোধুলি আকাশে।
সমস্ত কোলাহল শেষে সাঁঝের পাখিরা
যখন নীড়ে ফিরছিল।
ঠিক তখন তোমার ঠিকানা বদলের দিন এলো
ওরা, ওরা তোমাকে লাল টুকটুকে
একখানা শাড়ি পেঁচিয়ে লুট করে নিয়ে গেল,
আমার কাছ থেকে।
আহত পাখির মত ডানা ঝাপটাতে ঝাপটাতে ক্লান্ত-আমি।
তুমি তখন হয়তো বা ঘুমিয়ে পড়েছিলে বাসর শয্যায়,
অন্যের বাহু বন্ধনে।
একে একে দশ বছর পেরিয়ে গেল !
তুমি কন্যা থেকে বধু------
বধু থেকে মা হয়েছ।
অথচ আমি ?
সেই কিশোর বেলার রক্ত স্মৃতি বুকে আকঁড়ে ধরে।
জীবনের ক্ষয়িষ্ণু সময় সযত্নে সরিয়ে সরিয়ে চলে কোন
নীলভ্র-
নীল অন্ধকারমৌনতার শেষ সিড়িঁটির দিকে তাকিয়ে!
তোমার আজকের এই অসম্ভব আয়োজন,
তুমুল, উচ্ছাস, গড়েছে তিল তিল করে
তিতিক্ষার তুলনাহীন তিলোত্তমা।
তুমি সুখে থেকো--------- অনন্ত সুখে
জীবনে আর কোনদিন তোমাকে ভেবে কাঁদবোনা-!
শুধু বলবো সুখে থেকো, সুখে থেকো
অনন্ত সুখে।