এখন বর্ষা কাল,
বৃষ্টির রিমিঝিমি শব্দে মনের উদাসীনতা
বাড়িয়ে দেয় ।
বর্ষার জলে ভিজতে ইচ্ছে করে খুব !
কিন্তু-! কিন্তু পারিনা ।
অজ্ঞাত কারণে আমাকে বারবার থেমে যেতে হয়।
নিজেকে আজ বড় নিঃস্ব একা বলে মনে হয়,
মনে হয় এই নিষ্ঠুর নশ্বর পৃথিবীতে আপন বলে -
আমার - আর কেউ নেই।
আমি জানি বর্ষার জলে ভিজলেই আমার দগ্ধ হৃদয়
সিক্ত হবে না ! পাবেনা কোন শান্তির পরশ।
কারণ-বিদগ্ধ হৃদয়ের মুহুর্মূহ উম্মাদনা
কিংবা একাকিত্বের যন্ত্রনা কোন কিছুকেই অনুভব
করার ক্ষমতা ঐ বৃষ্টির জলের নেই।
যদি ও বা থাকে, তবুও বৃষ্টির জলে অবগাহন করলেই
চিরশান্তির নিশ্চয়তা পাওয়া যায় না।
কারণ বৃষ্টি সেতো ক্ষণজন্মা।
তাই কারো অংশীদারিত্ব ছাড়াই প্রহর কাটে।
কষ্ট-বেদনা, অব্যক্ত সব অনুভুতি বুকে চাপা পড়ে রয়
একাকিত্ব ঘোচেনা কোন কিছুতেই।
নিঃস্বঙ্গতার, নিস্বমীয়তায় হারিয়ে যায় মন।
বিভ্রান্ত হয়ে পড়ি।
পরাজয় হতাশা গ্লানি আর একরাশ দূরাশা
ভর করে মনের ভেতর।
একাকিত্বের কালো হাত আমার কাছ থেকে,
আমার আমিত্বকে ছিনিয়ে নিতে চাইছে-
চাইছে
আপন কষ্টে নষ্ট হওয়ার মন্ত্রণা শেখাতে।
আমি চাই সব কিছু ভুলে গিয়ে নতুন করে বাচঁতে,
নতুন করে আবার এই জীবনটাকে সাঁজাতে।