টাপ টুপ টুপ বৃষ্টি পড়ে
নদে এলো বান
মন ভোমড়া গেয়ে উঠে
উদাসিনী গান
ব্যকুল করে প্রান-রে আমার
ব্যকুল করে প্রান।


পূব আকাশে রঙধনু ঐ
সাত রঙের-ই খেলা
রঙে রঙে বসছে দেখ  
এ কোন রঙের মেলা
ময়ুর পঙ্খী, হো হো হো ময়ুর পঙ্খী
পাখনা মেলে সাধে গলায় গান ।।


দিনের শেষে রাত্রী আসে
বসে আলোর মেলা
তারায় তারায় ভরে উঠে
আকাশের-ঐ বেলা
রাতে পাখি, হো হো হো রাতের পাখি
সঙ্গীটাকে জানায় আহবান । ।


    "বরষার আয়োজন"