কাইন্দা কাইন্দা শুকায় গেলো
দুই নয়নের পানি
আমায় ছাইড়া সুখে নেই তুই
এ কথাটাও জানি
সখিরে ও সখিরে...............!
চার ইঞ্চির কপাল এসব
কেমন কইরা মানি।


   #         #          #
ঘরের ধারে লাউয়ের মাচা
দোয়েল পঙ্খি নাঁচে
দুইটা দেহের একটা পরান
কি নিয়া সে বাঁচে
দুঃখ দহনে পুড়ে গেছে
আমার মনের কানি


     #      #      #
আশার তরী ঢুইবা গেলো
মাঝ দৈরার বুকে
মিথ্যে হয়লো স্বপ্ন আমার
আন্ধার দেখি চোখে
ধর্যের ফল হয় সে মিঠায়
মিথ্যে এসব বানী।