সকিনা আর নেই রে সুখে
অশেক ব্যাথা বুকে
ব্যাথার বরফ গইলা গইলা
অশ্রু ঝরে চোখে
বিয়ের পরে সোয়ামী গেল
ওপারের ডাকে
অভাগীনি সকিনারে
অপয়া কয় লোকে


   #         #        #
লাল শাড়ী লাল চুড়ি
আলতা আছে ধরা
এ সামাজে নিষেধ নাকি
এ সব এখন পরা
ক্যামন করে জীবন চলে
বাধা এখন প্রতি পলে
পায়না খুজে পথ সকিনা
আন্ধার দেখে চোখে


    #         #           #
নায়ের ঘাটে কলসি কাকে
জল আনিতে গেলে
ভেঙ্গচি কাইটা ম্যাইন্সে তারে
কত কথায় বলে
পাড়ার সকল দশ্শি পোলা
দেখলে করে রঙ্গ লিলা
নিরবে সব চাই সকিনা
মুর্তি পাথর চোখে