আমারে সে গান শিখিয়ে দে
যে গান গাইলে প্রাণ মেলে
ক্ষনিকে যায় দুখ্য ভুলে
বরফ জমা ব্যাথা গলে
ভাসি শুদ্ধ জলে
সে গান বাইন্ধ্যা দে
আমারে সে গান শিখিয়ে দে


সংস্কৃতির শুদ্ধ চর্চা
জাত বিজাতের ভ্রান্ত মোর্চা
ভেঙ্গে দিয়ে এক ছাঁয়াতে
আমায় টেনে নে


সুরে তালে ছন্দ মিলে
হিংসা বিদ্বেষ বিভেদ ভুলে
মানুষ ধর্ম কর্ম মতে
এক করিয়া দে