ফেব্রুয়ারি মাস এলোরে
আবার বছর ঘুরে
সাজ সাজ রব উঠেছে
শহর নগর জুড়ে।


ভাষার জন্য রক্ত দিল,
জীবন দিল যারা
চির জাগ্রত স্মৃতি তাদের,
চির অম্লান তারা।


শ্রদ্ধা ভরে স্মরণ করি,
জানাই হাজার প্রণাম
একুশ যেন বাঙালি জাতির
চেতনার নাম।


বাংলা ভাষায় মা বলিলে
লাগে এমন সুখ
এক নিমিষেই কেমন যেন
ভরে উঠে বুক।


সেই চেতনার সূত্র ধরে
ত্যাগের পথে চলা
প্রাণ খুলে তাই হয়-রে এখন
বাংলায় কথা বলা।


বায়ান্নর পথ ধরে সেই
একাত্তরে আসা
সব চেতনার মুলে সে যে,
বাংলা মোদের ভাষা।