পায়ে পায়ে পা দিয়ে দেশ
৫০ বছর পূর্তি
আনন্দে মন দোলায় দোলে
প্রাণে বহে ফূর্তি


স্বাধীনতার আলোক রশ্নি
দিক বিদিকে জ্বলে
পাগল ছেলে;
স্বপ্ন দেখে স্বপ্ন দেখায়
মায়ের আঁচল তলে।


যাচ্ছে ধেঁয়ে সোনার তরী
জলের পথটা বেয়ে
বাংলা মাঝি; বৈঠা  চালায়
দেখুক বিশ্ব চেয়ে


স্বাধীনতার সুফল এখন
সবার ঘরে ঘরে
সাগর বুকে স্বপ্ন এখন
ভাসছে ভাসান চরে।