প্রকৃতি স্বাভাবিক নিয়মেই চলছে।
সকালে সূর্য উঠছে
পাখি গান গাইছে
নদীতে জোয়ার এসে; কুলে আছরে পরছে।
সব ঠিক ঠাক আগের মতই আছে।
শুধু মানুষের জীবন আজ থমকে গেছে
আকটা পড়েছে চার দেয়ালে।


চাইলে ও ঘর থেকে কেউ বের হতে পারছেনা
অদৃশ্য এক ভয় মনকে তাড়া করে ফিরছে।
এই বুঝি করোনা নামের প্রাণঘাতী ভাইরাস
জীবন প্রদীপ নিভিয়ে দেবে।


আবুরীর নয়ন পাগল আজ যে ভয়ে ভীতু
ঠিক একই ভয়ে ভীতু
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল ট্রাম।
ঘর বন্দি মানুষ
থমকে গেছে বিশ্ব
থমকে গেছে স্বাভাবিক জীবন।
স্কুল কলেজ বন্ধ
দোকান পাট তালা বদ্ধ।
শহর নগর গ্রাম গঞ্জ
রাস্তা ঘাট মানব শূণ্য, যেনো, শ্মশান পুরি।


চার দেয়ালর বন্দিশালায়
নিজেকে বন্দি রাখতে রাখতে
মানুষ; ভুলে গেছে প্রাণ খুলে হাসতে।
ভুলে গেছে কোকিলের মত কুহু সুরে গায়তে।
রামগরুদের ছানা/ হাসতে তাদের মানা/ হাসির কথা শুনলে বলে/ হাসব না-না না-না।সুকুমার রায়ের এ কবিতা আজ চলছে বিশ্বময়।
মানুষের মনে ভর করেছে কোভিড ১৯ করোনার ভয়।


তবুও স্বপ্ন দেখি
সোনালী দিনের স্বপ্ন
আবার হাসবে মানুষ
গাইবে প্রাণ খুলে গান।
জনপথ ফিরে পাবে চিরচেনা রুপ
মুখরিতো হবে এই মানব বাগান।