ক্ষাণিক পরে, অচিনপুরে হারিয়ে যাবো ভাই
রং তুলির রঙেতে তাই জীবনটা সাজাই
কি হবে আর তার কথা মনে করে
সে তো এখন আমায় ছেড়ে বহুদূরে


নির্ঘুম চোখে জল ছবি তার
ক্লান্ত হৃদয়,তবু হন্ন হয়ে খুঁজে
                       তারে বার বার
সদা তারে গড়ি, তারে ভাঙ্গি
তারে নিয়েই রটে জল্পনা কল্পনা
সে যে আমার মন গভীরের
                কল্পিত এক আলপনা


অবাক চোখে, অজানা সুখে
           এ যেন প্রাপ্তির শতদল
আধো ছায়া, দোটানায় ঘেরা
              তবু রবে আস্থা অবিচল।