যা চাও নি তুমি কভু এ আমার তরে
তা রেখেছি আমি তোমারই জন্য সু আদরে
ছিলে তুমি ভুলের মাঝে,
তবু রয়ে গেছো আমার সবটা জুড়ে
তোমায় না পাওয়া হলেও চেয়েছি আমি
করেছি তোমায় নিয়ে হাজারো পাগলামি
চেয়েছিলাম তোমার দ্বারে,
আমার কড়া না নাড়া ভালোবাসা টারে
ফিরাইয়া লইতে বক্ষে ধরে।
পারিনি, পারিনি আমি কভু তা
যা হারায় কেউ কি আর পায় তা?
আমায় জর্জরিত করাটা কি এতোই বাহুল্য ছিলো?
থাকতে দিতে তুমি আমায় আমার মতো
কেনো তবে এসেছিলে?
আবার চলে যাবার ছিলই কি মানে
আগেই তো আমি ছিলাম বেশ ভালো
সেই কবে, "একদিন সব হবে ",
বলেছিলে আমায় পিছু ডেকে।
পাইনি আজও বরং হারিয়ে ফেলেছি
ছন্নছাড়ায় এই আমাকে ।