সরোবরে বাহুডোরে,
আঁকা আছে করিডোরে
দিবা লোকে সূর্য্যি কথা
চন্দ্রিমা বিনা রাত্রি কথা
ভাবনাহীন রবে তা আজ
শোনা রবে মুখের চাহু
আমি আজ নিষ্ক্রিয় কাবু
পাহাড় ঘেঁষা মেঘের আড়াল
হবো হলে তোমার খেয়াল
কোনো কথা নাই বা থাকুক
দেখুক লোকে হাসুক, বুঝুক
আমি আজ নাই চাহিলাম
বোঝাতে লোকের বিভোর হাহাকার।