রাত গুলো এমনই হয়,
নিস্তব্ধতায় পড়ে রয়।
হাহাকারে  বিভীষিকাময়,
আচ্ছাদনে তার পরিচয়।


ভোরের আলোয় প্রভাত জাগে
শূন্যে উড়া পাখির ডাকে।
ভুবন  ডাঙার স্নিগ্ধতার ফাঁকে,
অলস প্রহর হারায় বাঁকে।


দিন ফুরায়ে সন্ধ্যা ক্ষণে,
বিফলে তার নিঃস্ব মনে।
সত্তা টা আজও আছে গোপনে,
অবহেলিত কোন আর্তনাদে ।