অপেক্ষার সময় টা কেনো বয়ে যায় ধীরে
চাপা পরে কিছু কথা, আসে না তো ফিরে
দুঃখের নদী বয়ে যায় আপন ধারা মতে
হারিয়ে ফেলে একূল-অকূল, উদ্দেশ্য হীনতায় বাঁচে
সাদৃশ্য না হোক তোমার আমার
জগৎ মাঝের এই আলো আধার
তবু এ মন প্রতিক্ষণে তোমাকেই চাইছে বারে বারে
আবার হাজার ভীরের মাঝে আমায় হারিয়ে ফেলিস নারে
চাপা পরে গেলে এ মনের কথা, আসবে কি কভু ফিরে
তুই ভালোবাসার এক ফালি চাঁদ, অবাক করা জোছনা
অনেক ভালো বাসি তোরে, এটাও কি এখনো বুঝিস না

অপেক্ষার সময় টা কেনো বয়ে যায় ধীরে
চাপা পরে যায় কিছু কথা আসে না তো ফিরে
হারিয়ে যদি ফেলিস আমায় ভালবাসবি কারে
চাপা পরে যাবে অবুঝ ভালোবাসা, হারিয়ে যাবে ভীড়ে।