হাঁটিতেছি আমি চিরচেনা পথে
যদি হয়ে যায় দেখা তার সাথে
না বলুক সে কথা
         নাই বা চিনুক আমায়
বললে কথা বাড়ায় ব্যথা
         না বললে এ মন কাঁদায়
পারি দিতে হবে আরো বহুদূরের পথ
থাকা যাবে না আর চুপচাপ নির্বোধ
খুঁজে আমি পাবো কি তারে?
          মনে মনে চেয়েছিলাম যারে
পাই না খুঁজে তার মত আর
          কেউ বলে না তার মতো কথা
মনটা থাকে চুপচাপ আমার
          জমেছে মনে অবাধ্য ব্যথা।
পাবো না বলে হাল ছাড়িনি
           অপেক্ষায় আছি তার।
হাজার রকম ভাবে বলবো তারে
           তুমি হবে কি আমার?
পালাচ্ছে না সে,তবু হারিয়ে গেছে
        অচিন কোনো দেশে
সব কিছুতেই তারে খুঁজি
           মিলে যদি শেষে
হাস্যকর হলে হতে পারি
হয়ে যেতে পারে আড়ি
ভুল বুঝাবুঝিতে হলেও হতেও পারে বাড়াবাড়ি
আবার ভেবো না হয়ে যাবে ছাড়াছাড়ি
মনটাকে যে গড়িয়ে নিয়েছি
            সাজিয়েছি তোমার মত করে
পার পাবে না তুমি পালিয়ে বেড়িয়ে
            তুমি আছো আমার হৃদয় জুড়ে।