নীরব দগ্ধ বাজেয়াপ্ত
দাবানলের উচ্ছ্বসিত শিখা,
     অবলীলায় পরিত্যক্ত
              হারিয়ে ফেলে দিশা
অনল ছাচে, বদ্ধ আঁচে
      এ যেন অনুপেয় এক নীড়
পঙক্তি মালায়, শব্দ সাজায়
               সাজে অদৃশ্যপটের বীর
অবেলার তরী, পথি মধ্যে মরি
       ফিরাইতে নাহি সাধ্য
সহসা ধোঁয়াশা, লাগিয়া হারাইয়া
       ঘুচিতে আধার কাম্য


এ আধার পারি, দিতে রাজি
ধরিয়া বাজি, মন-প্রাণ করো স্থির
আবেগ ক্ষণে, ভুলের সনে,
না করিয়া সুহৃদ, এতো অযথা দরদ
হোক লক্ষ্যটা স্থির, ওহে অদৃশ্যপটের বীর।