আমার চাই এক ভরা যৌবনের চাঁদ ।
    যার জোছনায় মাখিয়ে দেব নিজেকে।
আমার চাই এক আকাশ ভরা তারা।  
সে আকাশের মাঝে খুঁজবো, কোন সেই তারা যে উল্কায় হারিয়ে যায়।
আমার চাই অঝোর বৃষ্টি।
  এক বুক আকাঙ্ক্ষা নিয়ে বৃষ্টি ছোঁব,
      সেই পসলা বৃষ্টিতে লুটিয়ে দেব নিজেকে।
আমার চাই কাক ডাকা ভোরের শীতল কুয়াশা।  
   সে কুয়াশায় যখন সব ঢেকে যাবে,
তার মাঝে স্নিগ্ধতার অন্বেষণ করে যাবো।
আমার চাই শিশির ভেজা সিক্ত সকাল ।
সেই শিশিরে ভিজে থাকা স্নানময় ঘাসের উপর খালি পায়ে হাঁটবো।

এ প্রকৃতির সবটাই আজ আমার চাই
  তাইতো বারে বারে তারেই খুঁজে যাই
যে  আমায় দিবে এ অতৃপ্ত আত্মায় ঠাই ।