দূঃখ গুলো কেন আজও এত বেহায়া
ভুলে যেতে চাই যত,
তবু আসে ফিরে
আমার ছোট্ট নীরে।


মানুষ গুলো কেন আজও এত স্বার্থপর
নিজের জন্য চায় সকলি,
নিজের সুখে মিথ্যা বলি
ভাঙ্গে অপরের ঘর।


স্বপ্ন গুলো কেন এত রংহীন
দেখে যাই যত,
বারে বুকে ক্ষত,
পূরন হয়না আশ, কোনদিন।


সুখ গুলো আজ
কৃপন হয়েছে বটে,
সেওতো আসে না ফিরে
আমার মন্দ ঘটে।


এত কিছু এল
সে কেন আসে না ফিরে,
কাছে যেতে চাই তবু
সরে যায় দূরে দূরে।