অদ্ভুত একটা সময়ের মদ্ধ দিয়ে-
জীবনটাকে উপভোগ করছি।
চাইবার মতো অনেক কিছুই আছে,
সারাদিনের ক্ষুদ্র ক্ষুদ্র সন্চয়,
তবুও দিন শেষে হিসেবের খাতা শূন্যই রয়ে যায়।
মাঝে মাঝে মনে হয়
প্রকৃতি হয়তো আমাকে -
কিছু পাইয়ে দেবার জন্য উদ্বত।
কিন্তু,নিয়তির কি নির্মম পরিহাস
তারাও ব্যর্থ।
সব ব্যর্থতা যখন জর হয়,
তখন নিজের প্রতি এক অদ্ভুত -
ঘৃনার আবির্ভাব
বেঁচে থাকার ইচ্ছাটার মৃত্যু ঘটে।
তখন মনে হয় নিজেকে শেষ করে ফেলি।
কিন্তু তা আর হয়ে ওঠে না,
ফিরে আসি সেই কুৎসিৎ ভাবনা থেকে।
সত্যি কথা বলতে সবাই তো নিজেকে নিয়েই ব্যাস্ত।
তবে জানত!
আমি আমার কথা ভাবছি না।
ভেবেই বা কি হবে?
আচ্ছা! মানুষ ক দিন বাঁচে?
একদিন তো মরতেই হবে।
ভাবছো এতো কথা বলছি কেন?
সত্যি কথা বলতে -
পৃথিবীতে সেই সবচেয়ে বেশি সুখি
যার কেউ নেই।
তবে তাকে পাগল হতে হবে।
যাই হোক! যাদের কিছু নেই
তাদের অতিত বা ভবিষ্যত বলে কিছু নেই।
তারা বর্তমানকে আকড়ে ধরে বাঁচার চেষ্টা করে,
ঠিক আমারি মতো।
তবে কেন এত চাওয়া পাওয়ার হিসেব?
চিৎকার করে বলতে দোষ কি?
প্রয়োজন নেই,তাই প্রয়োজন বোধ করি না।
না পাওয়ার যন্ত্রণা রোজ আমাকে কুঁড়ে কুঁড়ে খায়।
ভালবাসা আমাকে ফাঁকি দিয়েছে
কষ্ট পাইনি,মুক্তি দিয়েছি তাকে।
আমাকে ছেড়ে যদি ভালো থাকতে পারে,
যদি সুঁখে থাকতে পারে,
তবে তাই হোক।
বেঁচে থাক আমার ভালোবাসা অনন্তকাল।
তাতে আমি একাকিত্বের যন্ত্রনায় পুড়লেও
চিৎকার করে বলতে তো পারব
বেঁচে আছে আমার ভালবাসা।