বুঝিনাতো কিছু আমি,
হিসাবের খাতা কেন এত বেহিসাবি?
যোগফল হায় যদিও বা মেলে
তুচ্ছ করিলে সবই।


বেহিসাবি মন বলে সারাক্ষন
শূন্য হবে যে হিসাবের ফল,
তবু আমি ভাবি ভালোবাসলে
লাগবে কোথায় ক ফোটা জ্বল।


ভালোবাসা নাকি হয় যে মধুর
সবাই যে তাই বলে,
তবে কেন আমি যুক্ত হলাম
ঘৃন্য পশুর দলে।


হিসাব বীহিন ছুটে চলি আমি
বেহিসাবিদের দেশে,
যাযাবর সেজে পথে পথে ঘুরি
কখনও বা সং বেশে।


তাই বুঝি মোরে ডাকিছে দূঃখের জননী
তুলিয়া লইবে কোলে,
যোগফল হায় মিলিবে না আর
বেহিসাবি মন বলে।