হে মহামানব ঘুমায়ে রয়েছ
অতি নিদ্রায় সুখে,
ভুলিতে পারি না তোমার সে স্মৃতি
কতো হাসি ছিল মুখে।
ভুলি নাই আমি তোমার সে স্মৃতি
কতো ছিল ভালোবাসা,
দিয়ে গেছ তুমি জ্ঞানের আলো
জাগিয়েছ মনে আশা।
কাছে ডেকে নিয়ে করিতে আদর
বলি সোনা যাদুমণি,
বলিতে প্রথমে দেখা হইলেই
ভালো আছিস তো মনি?
ক্ষনিকের লাগি চলে যেতে তুমি
পাঠ দান দিতে কক্ষে,
সেই স্মৃতি গুলো সাজায়ে রেখেছি
আমার ব্যথিত বক্ষে।
মাঝে মাঝে তুমি কাছে ডেকে নিয়ে
শোনাতে কবিতা গান,
যে কবিতা শুনে বুক ভেসে যেতো
জাগিয়া উঠিত প্রান।
পাখ-পাখালির কুহু কুহু গান
ভেসে আসে সেই সুরে,
আগের মতোই সব কিছু আছে
তুমি আজ কত দূরে।
তোমার স্মৃতি বুকে তুলে নিয়ে
পথ চলি আজও আমি,
তোমার স্মৃতি তো আমার জীবনে
সব চেয়ে বেশি দামি।
ক্ষণিকের লাগি ভুলিতে পারি না
তোমার সে স্মৃতি গুলো,
পথে পথে আজও খুঁজিয়া বেড়াই
তোমার পায়ের ধুলো।
সান্ত্বনা দিয়ে কাছে টেনে নিতে
করিতে না অপমান,
তাইতো তোমারে সকলই সদাই
করিয়াছে সম্মান।
সত্যের পথে থাকিস রে খোকা
দিয়ে গেছো আশ্বাস,
তাইতো তোমার স্বরণে কবিতা খানি
গোপাল চন্দ্র দাস।