ভাগ্যের লেখা ভাগ্যের ফের
শূন্যই  হয় হিসেবের জের।
চাইলেও আমি মরতে পারি না
সকলি তোমার খেলা,
পুতুলের খেলা দেখতে দেখতে
পার হয়ে গেল বেলা।
যেমন ইচ্ছে খেলছো তুমি
তব হাতে বাঁচা মরা,
দ্বিল থেকে সুখ কেড়ে নিলে, আর
জগতে ধরালে খড়া।
চিৎকার করে ফেটে যায় বুক
দেখতে পাও না চোখে?
হাসছো তুমি, মরলে আমি
মন্দ বলে লোকে।
এই কি তোমার বিচার আচার
এই কি তোমার খেলা
একটাই মনে প্রশ্ন জাগে
কেন বসালে পুতুল মেলা?
হাতজোড় করে চাইছি ভিক্ষা
নিও না কিছুই কেরে,
যাহা চাই আজ দিয়ে যাও তুমি
শূন্য ঝুলিটা ভরে।
তাতে তুমি কিছু পাও বা না পাও
বেঁচে যাব আজ আমি,
তুমি না দিলে কে দিবে বল
তুমি তো জগৎ স্বামী।