কি জ্বালা জলিতে হায়
এসেছি এ ভূবনে,
দুঃখ-কষ্টে ভরা আমার জীবন
সুখ বুঝি নাহি আর আমার প্রাণে।


দিয়ে গেছি সবকিছু
যা ছিল দেবার,
কি আর পেলাম বল
যা ছিল পাবার!!


কেন তবু মিছে আশা
করে গেছি আমি,
যা নাকি চেয়েছি হায়
সেটা বহু দামি।


না পাওয়ার যন্ত্রনা
ভুলে যদি থাকি,
নিয়তি হাসিয়া কহে
কিছু চাও নাকি!!


বুঝি না তো আমি হায়!
এসবের মানে,
যে খেলিছে এই খেলা
সেই বুঝি জানে।।