বিভেদের ঘনঘটা বেড়ে চলে তাই,
আজকের পৃথিবীটা লালে লাল ভাই।
বিভেদের আগুনে পুড়ে যারা রোজ,
তাহাদের অবদানে জুঠে সবার ভোজ।
সমাজের চোখে কিনা সবাই সমান,
অর্থে ক্ষীণ যিনি, নেই তার দাম।
মাতবরি করে যে জন লুটেপুটে খায়,
সমাজবাবু দাম তার নিলামে উঠায়।
সমাজের চোখেতে বাবু যারা আছে,
অন্যরা ছাই হোক,তারা যেন বাঁচে।
বাবুদের বাচারা সকলের আদুরে,
দীর্ঘশ্বাসে ধোপা কহে,মানুষ হ যাদুরে।
বইপত্রে নারী-পুরুষ সমানে সমান,
সমাজ বলে নারীদের বাহাদুরী দমান।
ধর্ম মতে সবাই মানুষ,আদতে সমান,
পুরোহিত কয় অমুক ধর্মের বেহেশত হারাম।
তবুও দিনশেষে সমাজকে প্রণাম,
সমাজের চোখেতে সবাই তো সমান।