এখানে জীবন ভাঙা ঝাড়ুর মতো আবর্জনা,
শকুনের চোখে রক্তাক্ত এক টুকরো মাংস।
এখানে জীবন শাসকের বিদ্রুপ হাঁসি,পাষণ্ড পাহাড় থেকে নেমে আসা উত্তপ্ত ঝর্ণা।


এই অপবিত্র ভূমির পবিত্রতার গল্প
আমি বিশ্বাস করি না।
নয়তো বিশুদ্ধ পবিত্র জলে রক্তের ফুলকি কেন?
প্রতি জোড়া সত্য ওষ্ঠ সেলাই করা! কেন?
কেনো এই উর্বর মাঠিতে বারুদের গন্ধ?


আমার দেশে রাইত-বিরাইতে জোছনার আলো জ্বলে। অথচ এখানে চাঁদও নেই।
এখানে সূর্য নেই,ফুলের গন্ধ নেই, পদ্মার ইলিশও ফরমালিনে ঠাসা।
এখানে শাসক শাসন নয়,অত্যাচার করে,
রাজনীতিবিদ রাজনীতির বদলে চুষে খায় হারাধনের শেষ সম্বল।


এখানে মুক্তকণ্ঠ ধ্বংস করা হয় শূলে চড়িয়ে,
ধর্মের নামে অধর্মের চাষ হয় মসজিদ-মন্দিরে।
এখানে আকাশ ধোঁয়োয় ভরা, বসন্তীর শাড়ীর ভাজে ধারালো ছোরা।
অথচ বসন্তীর স্পর্শ পেতে কত পুরুষ সাধনা করে।