শিয়রে দাড়ায়ে সায়াহ্ন
নাম ধরে হাঁকে রোজ,
ভেঙে যাবে সব বাঁধ;
থেমে যাবে সব খোঁজ!!


এক ফোঁটা সুখের লাগি
তার কথা ভুলে যাই,
আচমকা কেঁপে উঠি;
কড়া নড়ে দরজায়।


এতো আলোর ঝলকিতে ভুলে যাই পরিচয়,
এই আমার না থাকা নগন্য নিশ্চয়।
বৃথা শ্রমে করি ক্ষয় সোনালী দুপুর,
বেলা শেষে হুঁস আসে টাপুর-টুপুর।