হাতখানি তার কেউ তো ধরুক;
কই তুমি হুমম? গলি আসো! দেখবো তোমায়;
এমন হাজার পাগলামো -
রোজ রোজ কেউ তো করুক!


এই শার্টটা কেমন যেন,আর পরোনা;
এমন কথা কেউ তো বলুক।
অমন রোদে বের হইওনা, পুড়ে যাবে!
খবরদারির উক্তিগুলো কানের পাশে-
বেজে চলুক।


মেসে তোমার রান্না হলো? কী খেয়েছো?
তার মিনমিন স্বর বুঝতে পেরে
দরদ দিয়ে কেউ রান্না করুক।
তার অভাবে খুব নিরবে,কারো চোখে শ্রাবণ ঝড়ুক।


তার শুষ্ক চুলে হাত বুলিয়ে
প্রেম মিশিয়ে
কেউ, দু-চারটে কথা বলুক।
নিকোটিনের পোড়া ধোঁয়া তোমায় যেন ছুঁতে না পায়;
চক্ষু যেন আমায় ছাড়া অন্য কোথায় না ফিরে চায়।
মহামান্য আদেশগুলো
এমন করে কেউ, করেই চলুক।


হাতখানি তার কেউ তো ধরুক;
তার বাঁচাতে কারো বাঁচা,
তার মরনে কেউ তো মরুক
এই জনমে শক্ত করে -
হাতখানি তার কেউ তো ধরুক।