জীবনটা মোর এমন কেনো হলো,
জবাব আমি পাইনা খুঁজে বিধি তুমি বলো।
সরল পথে চললে লোকে দুর্বল ভাবে,
যতবড় মাফিয়া যে সম্মান তত পাবে।
নীতি যত আছে এখন,সব বইয়ের পাতায়,
অনিয়মই নিয়ম এখন,নিয়ম কিছু নাই।
কত আপন পর হয়ে যায় স্বার্থের টানে
খবরের কাগজ পড়লে ভাবি,এই কি জীবনের মানে।
জারজহয়ে জন্ম নেওয়া আজন্ম পাপ
জন্মদাতা পাপী যিনি সে কেনো পায় মাফ?
কেউ কেউ অর্ধেক খাবার ডাস্টবিনে ফেলে,
আবার,তা দেখে কেউ ভাবে তার ভাগ্য গেছে মেলে।
কারো কাছে জীবন মানে আকাশ চুম্বী বাড়ি,
পাঁচতারকা হোটেল আর কোটি টাকার গাড়ি।
আবার কারো কাছে জীবন মানে রাস্তাঘাটের ধূলো
জবাব আমি পাইনা খোঁজে বিধি তুমি বলো।
জীবনটা মোর এমন কেনো হলো
জবাব আমি পাইনা খোঁজে বিধি তুমি বলো।