শূন্য হাতে এই ধরাতে আসা হতে শুরু,
যুদ্ধ তোমার সাথী হবে,জীবন দুখে পুরু।
বেদনার কালি তোমায় কাঁদাবে সারাকাল,
দূর্ভোগ তোমার থাকবে পিছু সন্ধ্যা-সকাল।
চলার পথে পিছলে পড়বে,থেকো সাবধানে,
আপন তোমায় ভুলতে পারে,রেখো তোমার মনে।
কাদায় তোমার হাঁটতে হবে,বাঁচতে যদি চাও,
বিষ্টা তোমার খেতে হবে,মরবে! নাহি যদি খাও।
চাঁদ যদি মুচকি হেসে তোমার দিকে তাকায়,
মনে রেখো,স্বার্থ ছাড়া নাই রে কিছু এই যে দুনিয়ায়।
হাসি কান্নার এই জীবনটা গল্পে গল্পে ভরা,
জীবনটাতো রণক্ষেত্র,সুখ দুর আকাশের তারা।
সাহস নিযে চলবে তুমি, পথ যদিও রুদ্ধ,
মনে রেখো,জীবনের আরেক নাম যুদ্ধ।