এতোবড় পৃথিবী, নয়'শ কোটি মানুষ!
অথচ কোথাও একটা ‘তুমি’ নেই!
একটু আবেগ,একটু ছায়া
একটু আক্ষেপ, একটু মায়া
-কোথাও কিছু নেই।
কোথাও কেউ নেই।


কোথাও কোনো ডাক নেই, কোনো কাঙ্ক্ষিত শব্দ নেই!
অথচ চারদিকে কত কোলাহল,
কত আয়োজন!


নিঃশব্দে কাটে বেলা,
বেলি ফুলের মালা শুকিয়ে খড়মড়ে হয়ে যায়,
গোলাপ পচে বিচ্ছিরি গন্ধ বেরুোয়!
ভেতরটা পুড়ে পুড়ে মহাশ্মশান হয়ে যায়,তবুও
সন্ধ্যা নামেনা,
বৃষ্টি হয় না।


এতোবড় পৃথিবী,নয়’শ কোটি মানুষ!
অথচ কোথাও একটা ‘তুমি’ নেই!
কোথাও কোনো প্রেম নেই,
একটু আশা নেই।
কোথাও কিছু নেই,কেউ নেই।