এই উত্তাল সাগরে প্রচন্ড ঢেউয়ে ছিন্নভিন্ন হয়ে যাওয়া কাগজের নৌকার বৈঠা খুঁজে বেড়ানোটাই বুঝি জীবন!
বিশ্বাস করো,
এমন বিশ্বাসের নাড়িভুঁড়ি মুক্ত করতে চাইনা।
হিমালয়ের প্রতিটি সিড়ি পেরিয়ে শ্মশানে পুড়ছে বুক;
ক্ষত-বিক্ষত হৃদস্পন্দনের আয়ু পুরিয়ে আসছে নিশ্চয়।
যদি বাঁচতে চাই,
আমার ভাঙা ডানার আয়না হবে?
বিশ্বাস করো, আমি মৃত্যু চাই না;
বাঁচতে চাই।
আর পুড়তে চাই না।
অমন কাটাছেঁড়া শরীরে পুঁজের প্রাদুর্ভাব আর সহ্য হয় না,তোমার যাদুর ছোঁয়া চাই!
তোমার চুমো চাই।
নারিকেলের ডগায় বসে শকুনের চিৎকার বুকে কাঁপন ধরিয়ে দেয়,
দিকভ্রান্তের মতো দিগ্বিদিক ছুটি;
কোথাও মায়া নাই,প্রশান্তি নাই।
যদি আসি নিয়ে যেতে আজানায়,যাবে?
তোমার মুখে চেয়ে স্বর্গের স্বাদ পেতে চাই আমি,
বাঁচতে চাই।