প্রিয়ো,
এই শহরের নতুন করে শীত এসেছে,তুমি এলেনা তবু।
বাইরে কুয়াশার লোভাতুর হামাগুড়ি তুমিহীন এই আমিকে মুগ্ধ করতে পারেনা, ঠিকই তোমার কথা মনে করিয়ে দেয়।
শীত এলে বুঝি শূন্যতাও আসে প্রেমিক হৃদয়ে,
আমার মনে নতুন করে হাহাকার সৃষ্টি হয়,
কত অপেক্ষায় থাকি, এই শীতের সকালে একদিন শহরের সবচে দূরের পাহাড়ে গিয়ে আয়োজন করে বনফুলের ডগায় জমে থাকা দু'বিন্দু শিশির দেখবো।
এভাবে কত যে শীত এলো,তুমি এলেনা তবু।


প্রিয়ো,
শীত এসেছে এই বঙ্গোপসাগরের তীরে,তুমি এলেনা,
কাঁচাবাজারে নতুন সবজি আসা শুরু হয়ে গেছে,
গুধূলীলগ্নে পাষাণ্ড কৃষক বাটাল চালায় খেজুর গাছের বুকে, এ তো শীতেরই বার্তা।
ডিসি হিলের টং দোকানে ভাপা পিঠা বিক্রি হয়,কত স্বপ্ন দেখি দুজন মিলে আয়েশ করে সেই পিঠা খাবো!
প্রতিবার শীতের শেষে গুড়িয়ে যায় টঙ,তুমি আসোনা তবু।