একটা ফু’তেই উড়িয়ে দেব লিখে রাখা নাম,
ভুলে যাবো চাঁদের আলো,রাতের আকাশ,
কিংবা রঙিন খাম!
ছুঁয়ে দেয়ার স্বপ্নগুলো ভুলেই গেলাম,
আয়নাখানা মুছে দেব,
একটা জীবন কাটিয়ে দেয়ার পরমেচ্ছা জ্বালিয়ে দিলাম, শূন্য হয়ে শূন্যে থাকা মানিয়ে নেব!


আর কোনোদিন কাঁদা না হোক তোমায় ভেবে, ভীষণ একার একলা সময় তোমায় কভু ভাবা না হোক!
একদিন ঠিক মানিয়ে নেব, সাজিয়ে নেব একটা নদী!


জানি নদী উজান বয়না, ঝর্ণা গড়ায় পাহাড় বেয়ে।
খড়ায় পোড়া ফসলি জমির বৃষ্টি প্রিয়- জীবন চলে সেই গান গেয়ে!
পুরোনো খাতা ছেঁড়া যায় ঠিক, বদলায় না আর হাতের লেখা,
যতোই বলি ভুলে যাবো, ভুলে যাওয়া হয়না শেখা!


তবুও তো তোমার হৃদয় পাথুরে মঞ্জিল,
আমার মত ছন্নছাড়া অযোগ্য খুব, ধনে মানে সহস্র অমিল!
আমি তবু ভুলে যাবো, ভুলে আমায় যেতেই হবে!
ছোটলোকের তোমার পিছু- বেমানান খুব,
তোমায় পাওয়ার স্বপ্ন দেখার- শাস্তি আমায় পেতেই হবে।